চাকরি এবং প্রশিক্ষনঃ অসুস্থ ব্যক্তির পরিচর্যাকারী…
নার্সিং পেশায় ক্যারিয়ার গড়ুন। ইসরাত নার্সিং হোম কেয়ার সার্ভিস ঢাকা ,বাংলাদেশ
চিকিৎসা সেবায় কর্মক্ষেত্রে (PATIENTS CARE) অসুস্থ ব্যক্তির পরিচর্যাকারী (পেশেন্ট কেয়ার /নার্সিং হোম কেয়ার ) পদে দক্ষ জনবল প্রয়োজন । সেই লক্ষে আপনাকে প্রশিক্ষনের মাধ্যমে তৈরি করব দক্ষ (PATIENTS CARE) অসুস্থ ব্যক্তির পরিচর্যাকারী দ্বারা সহজেই আপনি নার্সিং পেশায় ক্যারিয়ার তৈরী করতে পারবেন ।
১. শিক্ষাগত যোগ্যতা SSC/HSC পাশ ।
২. প্রশিক্ষন মেয়াদ দুই মাস ।
৩. প্রশিক্ষন চলা কালীন সময়ে নিজ খরচে [থাকা খাওয়া এবং যাতায়াত ] বহন করে প্রশিক্ষন গ্রহন করতে হবে ।
৪. প্রশিক্ষন পরবর্তি বেতন ১০,০০০ টাকা ।
৫. সর্তপ্রযোজ্য – প্রশিক্ষন চলা কালীন ফি ২০০০ টাকা এবং প্রশিক্ষণ পরবর্তী ০৩ মাস চাকরি বাধ্যতামূলক।
৬. অন্যান্য সুযোগ সুবিধা – প্রশিক্ষন পরবর্তিতে নিশ্চিত চাকরি, বেতন ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা বোনাস ,যাতায়াত কনভেন্স ।
৭. প্রশিক্ষন পরবর্তি সময়ে রোগী/বৃদ্ধ অসুস্থ ব্যাক্তিদের নিজ বাসায় কাজ করতে হবে. (নার্সিং হোম সার্ভিস)
বিঃ দ্রঃ আমরা কোন ডিপ্লোমা কোর্স বা সাটিফিকেট প্রদান করছি না । এই প্রশিক্ষন দ্বারা সহজেই আমাদের প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন ।
উপরে লিখিত পদের বিপরীতে যোগ্য প্রাথীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় :
বয়সঃ ১৮ থেকে ২৫ বছর,
জাতীয় পরিচয়পত্র ,শিক্ষাগত সার্টিফিকেট , চেয়ারম্যান সার্টিফিকেট , জন্ম নিবন্ধন সার্টিফিকেট, বাবা অথবা মায়ের জাতীয় পরিচয় পত্র ফটো কপি এবং গ্যারান্টর লাগবে । ছবি তিন কপি ও বিস্তারিত বায়োডাটাসহ সরাসরি যোগাযোগ করতে হবে।
প্রশিক্ষণ এবং চাকরি ঢাকায় করতে হবে, আমাদের কোন শাখা অফিস নেই।
OFFICE HOUSE-1520, BASHUNDHARA NOTUN ROAD,DHAKA-129
HOTLINE NO-01716 021021, 01911 545552
E-MAIL: ISRATNURSING.BD@GMAIL.COM