You are currently viewing মানুষ কেন হঠাৎ জ্ঞান হারায়

মানুষ কেন হঠাৎ জ্ঞান হারায়

অনেক সময় এমন হয়, যেন চোখের দৃষ্টি কমে যাচ্ছে বলে মনে হয়, ভীষণ দুর্বল লাগে, এতই দুর্বল যে সামনে আর পা বাড়ানো যাচ্ছে না, চারপাশ ঘুরছে৷ এ অবস্থায় আপনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারেন৷ এ অবস্থাকে মূর্ছা যাওয়া বলে৷ ডাক্তারি ভাষায় একে সিনকোপ (SYNCOPE) বলা হয়৷
অজ্ঞান হওয়ার কারণ :
হৃদ্‌পিণ্ড দ্বারা সঞ্চালনের ফলে ধমনির মাধ্যমে মস্তিষ্কে রক্ত প্রবাহিত হয়৷ রক্ত থেকে
অক্সিজেন ওপুষ্টি গ্রহণ করে মস্তিষ্কের কোষগুলো কাজ করে থাকে৷ সাময়িক রক্তপ্রবাহ
কমে গেলে মস্তিষ্কেরস্বাভাবিক কাজ অনেকাংশেই বন্ধ হয়ে যায়৷ ফলে রোগী অজ্ঞান
হয়ে পড়ে৷ যেসকল কারণে সাময়িক রক্তপ্রবাহকমে যেতে পারে তা হল-

• হঠাৎ শোয়া বা বসা থেকে উঠে দাঁড়ানো;
• অতিরিক্ত উত্তেজনা;
• ভয়ভীতি;
• আতঙ্ক;
• দুঃসংবাদ;
• অত্যাধিক গরম আবহাওয়া;
• আঁটসাঁট জামা-কাপড় পরা;
• অনেকক্ষণ না খেয়ে থাকলে;
• রক্তশূন্যতা;
• রক্তক্ষরণ;
• তীব্র ব্যথা;
• উচ্চ রক্তচাপের ওষুধ সেবন;
• হার্টের ভাল্বের সমস্যা;
• অনিয়ন্ত্রিক হৃদস্পন্দন বা হার্ট ব্লক;
• জণ্মগত হার্টের ত্রুটি ইত্যাদি কারণে হঠাৎ অজ্ঞান হতে পারে৷

অজ্ঞান রোগীর অন্যান্য লক্ষণ:

জ্ঞান হারানো ছাড়াও রোগীর আর যে সব লক্ষণ থাকে তা হলো-
• এ অবস্থায় নাড়ির গতি দুর্বল ও ক্ষীণ হয়;
• রক্তচাপ কমে যায়;
• শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়;
• ত্বক শীতল ও ফ্যাকাসে হয়ে পড়ে;
•চোখের মণি বড় হয়ে যায়;
• ঠোঁট ফ্যাকাসে বা নীল হতে পারে;
• ঘুম ঘুম ভাব হয়;
• রোগীকে অনেক সময় ডাকলে সাড়া দেয় কিন্তু পরক্ষণেই আবার পূর্বের অবস্থায় চলে যায়;
• কখনো রোগী বেসামাল থাকতে পারে৷ প্রশ্ন করলেও সঠিক উত্তর দিতে পারে না;
• মাঝে মাঝে মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার কারণে খিঁচুনিও হতে পারে;
• গরম আবহাওয়ায় শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায় ফলে মাথাব্যথা হতে পারে।

Leave a Reply