You are currently viewing ISRAT CARE GIVERS. NURSING HOME থেকে আপনাকে স্বাগতম।

ISRAT CARE GIVERS. NURSING HOME থেকে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ একটি জনবহুল আর স্বল্প আয়ের দেশ। মৌলিক অধিকারগুলো এখানে অর্জন করা কঠিন। তেমনি খুব গুরুত্বপূর্ণ একটি হল স্বাস্থ্য সেবা। রাষ্ট্রের পক্ষে সম্ভব হয়না সব সেবা দেবার। আর তাই গড়ে উঠেছে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো। কিন্তু সব সেবা সবাই গ্রহনের সামর্থ্য রাখে না। তাই প্রয়োজনীয় সেবাগুলোর সহজলভ্যতা নিশ্চিত করা এবং কিছু কিছু ক্ষেত্রে স্বল্প ব্যয়ে সেবার মান বজায় রাখাও একটা চ্যালেন্জ হয়ে দাঁড়ায়। সিংহভাগ মানুষেরই এদেশে কোন চিকিৎসা বীমা নেই। এমনকি ইমার্জেন্সী ক্ষেত্রে চিকিৎসা খাতে কোন সঞ্চয়ও থাকে না। তাই শেষ পর্যন্ত চিকিৎসাও শেষ হয় না আর পরিবার নিয়ে নিঃস্বও হতে হয়।

যেকোন রোগের চিকিৎসার ৪টি মৌলিক ধাপ রয়েছে- প্রতিরোধমূলক সেবা, উন্নয়নমূলক সেবা, রোগ চিকিৎসা ও পূনর্বাসন।
আমাদের দেশে আমরা শুধু রোগ চিকিৎসার পেছনেই ছুটছি। এর আগের আর পরের ধাপগুলো নিয়ে মোটেও ভাবছি না। তাই আমাদের সমস্যার কোন সমাধান হচ্ছে না। রোগ ভাল হয়ে যাবার পর যে আরো করনীয় থাকতে পারে এর ব্যাপারে চিকিৎসক এবং রোগী উভয়ই কেন যেন বড্ড উদাসীন।

তাই রোগের চিকিৎসাসেবা নয় বরং আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বাকি ৩ টি ধাপের সেবা।

প্রতিষ্ঠানের নাম দিয়েছি
ISRAT CARE GIVERS .NURSING HOME

আমাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য

১. রোগ প্রতিরোধমূলক সেবা প্রদান
২. স্বাস্থ্যমান উন্নয়নমূলক সেবা প্রদান
৩. রোগ পরবর্তী সেবা ও পূনর্বাসন

১. রোগ প্রতিরোধমূলক সেবা প্রদান
এই ধাপে আমরা চেষ্টা করব রোগ প্রতিরোধ বিষয়ে সময়োপযোগী তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। চেষ্টা থাকবে সময়মত রোগ নির্নয়ের ব্যাপারে সুপরামর্শ প্রদানের।

২. স্বাস্থ্যমান উন্নয়নমূলক সেবা প্রদান
এই ধাপে আমাদের লক্ষ্য আপনার স্বাস্থ্য কিভাবে আরো নিরোগ ও সুস্থ্য রাখার চেষ্টা করবেন, সে বিষয়ে পরামর্শ।

৩. রোগ পরবর্তী সেবা ও পূনর্বাসন
এই ধাপটি আমাদের এই সময়ে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। সময়-অর্থ আর সুযোগের অভাবে রোগ হতে সুস্থ্ হবার পরও অনেকে বাড়িতে গিয়ে ভাল থাকেনা। অনেকেরই প্রয়োজন পড়ে বাড়িতে নিবিড় পরিচর্যা ও সেবা। বাড়িতে এই সেবাগুলো পৌছে দেয়ার একটি ক্ষুদ্র উদ্যোগ আমরা হাতে নিয়েছি। আপনাদের সাধ্যের মধ্যে মানসম্মত সেবা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

যে যে সেবা আমরা এই ধাপে আপনাদের দিতে পারব বলে আশা করি-

ক. শিরাপথে/মাংসে ইন্জেকশন দেয়ার ব্যবস্থা করা(INTRA VENOUS OR INTRA MUSCULAR MEDICATIONS(INJECTIONS) ADMINSTRATION)
খ. খাবারের বিকল্প পথ নিশ্চিত করা( NG TUBE INSERTION)
গ. প্রস্রাবের নল স্থাপন (CATHETERIZATION)
ঘ. ড্রেসিং করে দেয়া
ঙ. দীর্ঘদিন যাবৎ বিছানায় থাকা রোগীর পরিচর্যা
চ. ফিজিওথেরাপী প্রদান
ছ. রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করা

আমরা একটি সুন্দর ও সুখী বাংলাদেশ গড়তে আপনাদের সাথী হতে চাই। আপনাদের সেবার সুযোগ দেয়ায় আমরা আপনাদের নিকট আন্তরিকভাবে কৃতগ্গ।

আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।।

Leave a Reply